২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি। ২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষ বিইউএমএস (BUMS), বিএ...
২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি।
২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষ বিইউএমএস (BUMS), বিএএমএস (BAMS) এবং বিএইচএমএস (BHMS) কোর্সসমূহে ভর্তি বিজ্ঞপ্তি।
সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বেসরকারি রওশন জাহান ইউনানী মেডিকেল কলেজ, লক্ষীপুর, বেসরকারি হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, বগুড়া, বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাসিক মেডিকেল কলেজ, জয়কালি মন্দির, ঢাকা, হামদর্দ ইনষ্টিটিউট অব ইউনানী আয়ুর্বেদিক মেডিসিন, গজারিয়া, মুন্সিগঞ্জ এ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য।
ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা
২০২০-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে সরকারি/বেসকভারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ১ম বর্ষ বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী) বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সসমূহে এবং সরকারি/বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ১ম বর্ষ বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী)) কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে নির্ধারিত ছকে অনলাইনে http://dgme.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে।
০১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২. যারা ২০২০ বা ২০২১ সনে এসএসসি/সমমান এবং ২০২২ বা ২০২৩ সনে এইচএসসি/সমমান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) পরীক্ষায় পাস করেছে তারা আবেদনযোগ্য।
০৩। দেশী বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদন যোগ্য হবে না।
০৪। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হলে আবেদন যোগ্য হবে না।
০৫। সকলের জান্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম ডিপি ৩.৫০ থাকতে হবে।
০৬। অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ০৯-০৫-২০২৪ খ্রি. (সকাল ১০.০০ টা)
০৭। অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২৫-০৫-২০২৪ খ্রি. (রাত ১১:৫৯ মিঃ)
০৮। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ ২৬-০৫-২০২৪ খ্রি (রাত ১১.৫৯ খ্রিঃ
০৯। প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড) ঃ ০৪-০৬-২০২৪ খ্রি. হতে ০৬-০৬-২০২৪ খ্রি পর্যন্ত
১০। ভর্তি পরীক্ষার তারিখঃ ০৭-০৬-২০১৪ খ্রিঃ (শুক্রবার, বেলা ০৩:০০ টা হতে ৪:০০ টা পর্যন্ত)
১১. সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক- মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২. বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিএইচএমএস কোর্সে ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত আছে। ডিপ্লোমা পাশকৃত বর্ণিত শিক্ষার্থীদের আগামী ০৮/০৫/২০২৪ খ্রিঃ হতে ২০/০৫/২০২৪ খ্রি. তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশীট, ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশীট, ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি হোমিওপ্যাথিক বোর্ডের নিবন্ধন এর সত্যায়িত কপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে জমা প্রদান করে আইডি নম্বর গ্রহণ করতে হবে যা ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় প্রয়োজন হবে।
উল্লেখ্য যে, আইডি নম্বর গ্রহণ না করলে ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ অবেদন করতে পারবেন না।
১৩। অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলী ভাল ভাবে গড়ে, নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে।
১৪। সরকারি/বেসরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি/বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার Online ফরম পূরণের নিয়মাবলীঃ
১৪.১ Website: http://dgme.teletalk.com.bd
১৪.২ Website এ প্রবেশের আগে নিম্নে বর্ণিত জিনিষগুলি সাথে রাখতে হবে। এগুলো না থাকলে পূরণ শেষ না করেই Website থেকে বের হয়ে আসতে হবে।
১৪.৩ (১) 300 *300 pixel মাপের নিজের একটি ছবি (jpg)। ফাইলের সাইজ 100 KB এর বেশী হবেনা। (ছবি থেকে স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা)
(২) 300* 80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg)। (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করে মাপ মত এডিট করতে হবে) ফাইলের সাইজ 60 KB এর বেশী হবেনা। ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরী ও মিলিয়ে দেখার জন্য এ এই Home Page-এ একটি Link দেওয়া আছে।
১৪.৪ উপবের দুইটাই কম্পিউটারে (যে কম্পিউটার থেকে Website এ ঢুকবে) আগে থেকে রাখতে হবে অথবা Pendrive এ নিয়ে রাখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টার থাকা প্রয়োজন।
১৪.৫ ইংরেজীতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদি সহ) লিখিতভাবে নিজের কাছে রাখতে হবে।
১৪.৬ ভর্তিচ্ছু সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কোর্সের নাম নিজের পছন্দের ক্রমানুস্যার সাজিয়ে লিখে রাখ্য প্রয়োজন। কারণ পছন্দক্রম একবার দেওয়ার পর আর বদলানো যাবেনা। কোর্স কোডগুলো জানা থাকতে হবে। এ ক্ষেত্রে কোড ১১১, ১১২, ১১৩ পছন্দের ক্রমানুসারে অনলাইনে জমা দিতে হবে।
১৪.৭ উপরোক্ত প্রমাণকসমূহ এবং সাথে এই নিয়মাবলীর একটি কপি মাজুদ থাকলে।
১৪.৮ http://dgme.teletalk.com.bd ক্লিক করতে হবে।
আরোও বিস্তারিত জানতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুনঃ
২০২৩ - ২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি।
![]() |
২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি। |
COMMENTS