বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা।

বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা। ঋতুকালে স্ত্রীজননেন্দ্রিয়ে রক্তস্রাবসহ তলপেটে ও কোমরে কষ্টকর ব্যথা থাকলে তাকে কষ্টরজ বা ঋতুশূল বলে।

বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা। 

বাধক বেদনা বা রজঃকষ্ট ( Dysmenorrhoea ):
ঋতুকালে স্ত্রীজননেন্দ্রিয়ের যান্ত্রিক বা ক্রিয়াবিকৃতির এবং স্নায়ুবিক কারণে যদি অল্প রক্তস্রাবসহ তলপেটে ও কোমরে কষ্টকর ব্যথা থাকে তবে তাকে কষ্টরজ, ঋতুশূল বা সাধারণ কথায় বাধকবেদনা  বলে। দেহ-রোগতত্বের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়। প্রাথমিক বাধকবেদনা কৈশোরে রজঃচক্র শুরুতেই দেখা দেয় এর সাথে তলপেটের কোনো রোগের সাথে সম্পর্ক থাকে না। এটি অতিরিক্ত প্রোষ্টাগ্লান্ডিন এর কারণে হয়। দ্বিতীয় বাধকবেদনা খুবই বিরক্তিকর, এটির সাথে অবশ্যই মহিলাদের তলপেটের বিভিন্ন সমস্যা সম্পৃক্ত থাকে যা সাধারণত কৈশোরে হয় না। এটি জরায়ু, ডিম্বাশয় নালী এবং ডিম্বাশয়ের বিভিন্ন রোগ ও বিকৃতির কারণে হয়।

বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা।
বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা। 

প্রকারভেদঃ

রোগীর ধাতু প্রকৃতির উপর ভিত্তি করে বাধকবেদনাকে তিন ভাগে ভাগ করা যায় যথা-
  • রক্তাধিক্য জনিত (Congestive)
  • সংকোচন জনিত (Spasmodic)
  • ঝিল্লীযুক্ত (Membranous)

১. রক্তাধিক্য জনিত বাধক (Congestive dysmenorrhoea): 

এ ধরনের বাধক রক্তপ্রধান ধাতুবিশিষ্ট স্ত্রীলোকদের বেশি হয়। অবিবাহিত এবং বিবাহিত উভয় প্রকার স্ত্রীলোকেরই এ ধরণের বাধক হয়ে থাকে। মহিলাদের তলপেটে এবং পিঠের ব্যথা মাসিকের ৩ থেকে ৪ দিন আগে শুরু হয়ে নিচে বা পায়ের দিকে নেমে যায়। কখনও কখনও, এর সাথে কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা আবির্ভাব হতে পারে।

২. সংকোচন জনিত বাধক (Spasmodic dysmenorrhoea): 

এ ধরনের বাধক স্নায়বীয় ধাতুপ্রকৃতির স্ত্রীলোকদের বেশি দেখা দেয়। এ অবস্থায় স্ত্রীলোকের তলপেটে অসহনীয় প্রচন্ড ব্যথা থাকে যা মাসিকের শুরুতেই দেখা দেয়। এর প্রথম এক বা দুই ঘন্টা জন্য তীব্র ব্যথা থাকে, পরে ১০-১২ ঘন্টা জন্য হাল্কা ব্যথা হয়, যা মাসিক প্রবাহ বৃদ্ধির সাথে কমতে কমতে এক সময় ব্যথা থাকে না। এক্ষেত্রে সাধারণত তলপেটের কোনো অঙ্গের অস্বাভাবিকতা থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে হালকা প্রদাহ থাকতে পারে।

৩. ঝিল্লীযুক্ত বাধক (Membranous dysmenorrhoea): 

স্নায়ুশূল জাতীয় বা রক্তাধিক্যজনিত বাধকের সাথে উপস্থিত হতে পারে। এতে ঋতুস্রাবের সাথে জরায়ু হতে ক্ষুদ্র ক্ষুদ্র পর্দা বা থলির(Sac) মত পদার্থ নির্গত হয়। অপেক্ষাকৃত বড় থলি বা পর্দা গুলি অনেকটা গর্ভপাতে নির্গত পদার্থের মত। এক্ষেত্রে জরায়ুর অন্তত্বক পুরু থাকে।

কারণসমূহঃ

কারণের অধিকাংশই সঙ্গাতেই আলোচনা করা হয়েছে। নিম্নে ঝুঁকি সমূহ আলোচনা করা হলো-

ঝুঁকিসমূহ(Risk factors):
  • শ্রোণী বা তলপেটে সংক্রমণ
  • যৌন মিলনের রোগ
  • জন্ম নিয়ন্ত্রনে জরায়ুতে ব্যবহৃত ডিভাইস
  • এন্ড্রোমেট্রিওসিস(Endometriosis)- জরায়ুর অন্তঃত্বক থেকে পর্দা মত বাইরে বেরিয়ে আসে। প্রজনন বয়সের মহিলাদের ৩-১০% এর মধ্যে ঘটে। বন্ধ্যাত্বে মহিলাদের ২৫-৩৫% এ এন্ড্রোমেট্রিওসিস(Endometriosis) ঘটে থাকে।
  • এন্ড্রোমেট্রাইটিস(endometritis)-জরায়ুর অন্তঃত্বকের প্রদাহ।
  • লিওমাইওমাস(Leiomyomas)- ৪০ বছর বয়সী মহিলাদের এটি বেশি হয়; এটি লক্ষণহীন (asymptomatic) থাকে। কালো নারীদের জরায়ুতে টিউমার(Fibroid) বেশি দেখা দেয়।
  • এডেনোমাইয়োসিস(Adenomyosis)- জরায়ুর অন্তঃত্বক(Endometrium) সাধারণত মধ্যত্বকের(Myometrium) দিকে প্রসারিত হয়। ১৫% নারীদের এডেনোমাইয়োসিস এর সাথে এন্ড্রোমেট্রিওসিস থাকে।  
  • ডিম্বাশয়ের সিস্ট 
  • জন্মগত জরায়ুর বা যোনির অস্বাভাবিকতা
  • ধূমপান
  • অ্যালকোহল সেবন
  • পরিবারে বাধক ইতিহাস থাকলে
  • স্থুলতা

পরীক্ষাঃ 

বাধকবেদনা নির্ণয়ে প্রধানত মাসিক ইতিহাস, শ্রোণী পরীক্ষা(Pelvic) এবং শারীরিক পরীক্ষা অন্তর্ভুক্ত। এছাড়াও প্রধানত আল্ট্রাসনোগ্রাম, রক্ত​পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এর অন্তর্ভুক্ত।

বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসাঃ

হোমিওপ্যাথি সবচেয়ে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যক্তি স্বাতন্ত্র ও সদৃশ উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। হোমওপ্যাথি উপসর্গ ও জটিলতা মুছে ফেলে রোগীর সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় ফিরে যাবার একমাত্র উপায়। সদৃশবিধানের লক্ষ্য শুধু বাধকবেদনা বা রজঃকষ্ট চিকিৎসা নয়, তার অন্তর্নিহিত কারণ এবং স্বতন্ত্র প্রবণতা মোকাবেলায়ও সহায়তা করে। স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন ও রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। 

বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসার সহায়ক ঔষধগুলো নিম্নরুপঃ

ম্যাগ ফস, ক্যামোমিলা, কলসিন্থ, ক্যালকেরিয়া কার্ব, নাক্স ভমিকা, জেলসেমিয়াম, হেমামেলিস, বেলাডোনা, একোনাট, ক্যাক্টাস, কলোফাইলাম, সিমিসিফিউগা, ককুলাস ইন্ডিকা, প্লাটিনা, পালসেটিলা, সিকেলি কর, গ্রাফাইটিস, টিউবারকুলিনাম, সেপিয়া, ইগ্নেশিয়া, ক্যালি আয়োড, ল্যাকেসিস, কোনিয়াম, কফিয়া, কস্টিকাম,কলিনসোনিয়া, বোরাক্স, এবং অনস্মোডিয়াম ইত্যাদি। 

COMMENTS

BLOGGER: 3
  1. Would you please tell me the medicine regarding the disease (Congestive dysmenorrhoea) ?

  2. Under the rubric- MENSES painful, dysmenorrhea congestive.
    in Complete Repartory.

    Aesculas hip, Cimifuga, Collinsonia, Eup. perf, Hedeoma pulegioides, Helonias dioica, Juniperus communis, Lillium tig, Pulsatilla, Sangunaria, Senecio aureus, Tanacetum vulgare, Verat-v.


    You must need to consult a graduate and registered homeopathic physician for better solution.

  3. Thanks a lot for your prescription ..
    Thanks again For your quick reply..

Name

bhms-mbbs-bds,5,biographies-and-history,1,child-health,21,cured-cases,1,disease-of-blood,3,disease-of-bone,9,disease-of-circulatory-system,6,disease-of-eye,3,disease-of-git,12,disease-of-head,6,disease-of-heart,2,disease-of-hepatobiliary-system,6,disease-of-kidney,6,disease-of-liver,5,disease-of-lungs,1,disease-of-mouth,4,disease-of-nervous-system,7,disease-of-rectum,5,disease-of-respiratory-system,1,disease-of-skin,8,female-health,24,food-and-nutrition,19,homeopathic-tips-tricks,19,homeopathy-article,47,homeopathy-education,7,homeopathy-remedy,10,homeopathy-tips,21,information-about-education,13,joints-disease,7,male-health,16,materia-medica,3,mental-health,1,nose-ear-and-throat,6,other-disease,6,psychological-disorder,5,question-and-answere,2,seasonal-disease,4,sensation-method,4,sexual-disease,8,sexual-health,15,ssc-dakhil-equivalent,3,urinary-tract-disease,5,viral-disease,6,weight-gain,1,weight-loss,4,
ltr
item
Alpha Homeo Care । হোমিওপ্যাথি : বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা।
বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা।
বাধক বেদনা বা রজঃকষ্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা। ঋতুকালে স্ত্রীজননেন্দ্রিয়ে রক্তস্রাবসহ তলপেটে ও কোমরে কষ্টকর ব্যথা থাকলে তাকে কষ্টরজ বা ঋতুশূল বলে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyoIaaPwdnTTig4ntpJrcNujgcOHDSk-VcAwSOGCswzQ3BWkXj7ZjRXYqJBnGNJbVNSei1ykwLdWRo78N9iMahznHfqJqajZNDuk4uFdorHt_HnYhzOyPNQVoCYavIpFpmK5NTbNj_7Tlf/w640-h426/dysmenorrhoea-and-homeopathy-treatment.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyoIaaPwdnTTig4ntpJrcNujgcOHDSk-VcAwSOGCswzQ3BWkXj7ZjRXYqJBnGNJbVNSei1ykwLdWRo78N9iMahznHfqJqajZNDuk4uFdorHt_HnYhzOyPNQVoCYavIpFpmK5NTbNj_7Tlf/s72-w640-c-h426/dysmenorrhoea-and-homeopathy-treatment.jpg
Alpha Homeo Care । হোমিওপ্যাথি
https://www.alphahomeocare.com/2013/07/dysmenorrhoea.html
https://www.alphahomeocare.com/
https://www.alphahomeocare.com/
https://www.alphahomeocare.com/2013/07/dysmenorrhoea.html
true
3552234064905339184
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content