জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন - ২। আপনি সুস্থ্য কি অসুস্থ্য সেটি জিহ্বা দেখেই বুঝা যাবে। চিকিৎসকগণ জিহ্বা দেখে খুব সহজেই রোগ নির্ণয়-
জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন - ২।
আপনি সুস্থ্য কি অসুস্থ্য সেটি জিহ্বা দেখেই বুঝা যাবে। চিকিৎসকগণ জিহ্বা দেখে খুব সহজেই রোগ নির্ণয় করতে পারেন। সায়ানোসিস রোগের ক্ষেত্রে জিহ্বা নীলাভ হয়।
করোনা ভাইরাস সংক্রমনেও দ্রুত অক্সিজেন কমার ফলে মুখ ও জিহ্বা নীল হতে পারে। এছাড়া সিওপিডি ও কিডনি রোগেও নীল হতে পারে।
ভিটামিন ও খনিজের অভাবে জিহ্বা ফ্যাকাশে দেখায়। পানি শুন্যতায় বা ছত্রাক সংক্রমণ বা ভাইরাজ জ্বরে জিহ্বা সাদা হয়। ওরাল থ্রাশে জিহ্বায় সাদা সাদা আবরণ পড়ে। ব্যাকটেরিয়া জমার জন্য, জেনেটিক কারণে, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক প্রদাহের কারণে জিহ্বা কালো দেখা দিতে পারে।
ফলিক এসিড বা বি১২ অভাবে এবং হৃদযন্ত্র রোগে জিহ্বা উজ্জ্বল লাল হয়। পাকস্থলী ও লিভার সমস্যায় জিহ্বা হলুদ হয়, হজমের সমস্যায় জিহ্বা ধূসর হয়।
নিম্নে জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ বর্ণনা করা হলো -
- জিহ্বা পরিষ্কার, স্বাদ টক, টক ঢেঁকুর উঠে - লাইকোপোডিয়াম।
- জিহ্বা সাদা বা হলদে রঙের, স্বাদ তিক্ত অথবা অম্লযুক্ত - নাক্স ভমিকা।
- জিহ্বা পরিষ্কার বা সামান্য লেপাবৃত, মনে হয় জিহ্বায় যেন চুল জড়িয়ে আছে, গরম খাদ্যদ্রব্যে অরুচি কেবল ঠান্ডা দ্রব্য খেতে চায় - সাইলিসিয়া।
- জিহ্বা সাদা বা হরিদ্রাবর্ণের দিনের বেলায় জিহ্বা পরিষ্কার থাকে কিন্তু সন্ধ্যায় লাল হয়, স্বাদ তিক্ত, দুগ্ধপানে মুখের স্বাদ অম্ল হয় ও উদ্গার উঠে। দুগ্ধ সহ্য হয় না, মিষ্ট দ্রব্য খেতে চায় - সালফার।
- জিহ্বা পরিষ্কার - সিনা।
জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন - ২।
![]() |
জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন - ২। |
- জিহ্বা পরিষ্কার, স্বাদহীন - ইগ্নেসিয়া।
- জিহ্বার মধ্যভাগ হলদে এবং ধারগুলি লাল, কোন কোন সময় জিহ্বার মধ্যস্থলে কাহ রেখাযুক্ত, ধারগুলি লাল। মুখে দুর্গন্ধযুক্ত ক্ষত বা ঘা দেখা যায়, জিহ্বা কটা বর্ণ এবং ধারগুলি ফাটা ফাটা, খাবারের প্রতি অরুচি - আর্সেনিক এলবাম।
- জিহ্বা বের করলে কাঁপতে থাকে, আস্বাদ টক - ল্যাকেসিস।
- জিহ্বার পশ্চাৎভাগ কাদা মাটির মত লেপাবৃত, মুখে দুর্গন্ধ, স্বাদ তিক্ত, টক এবং উগ্র দ্রব্য খাওয়ার স্পৃহা - হিপার সালফার।
জিহ্বার লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন - ২।
- জিহ্বা শুষ্ক, কর্কশ - ডালকামারা।
- জিহ্বা অপরিষ্কার, নিঃশ্বাসে দুর্গন্ধ ও বিস্বাদ - আর্নিকা মন্টেনা।
- জিহ্বা মানচিত্র সদৃশ - নেট্রামমিউর, রাসটক্স, ল্যাকেসিস।
- জিহ্বা নীলবর্ণ - এন্টিমটার্ট, আর্সেনিক, ডিজিটালিস।
- জিহ্বার অগ্রভাগ লাল বর্ণ - আর্সেনিক এলবাম, রাসটক্স, সালফার, আর্জেন্টাম- নাইট্রিকাম।
ডাঃ রমেন্দ্র নারায়ণ বিশ্বাস এর বই থেকে সংগৃহীত।
মিষ্টি খাবারের স্বাদ জিহ্বায় পায়না।এক্ষেত্রে কোন হোমিও ঔষধ?