0

জিহ্বার লক্ষণ হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের জন্য অতি মূল্যবান লক্ষণ। পরিপাক যন্ত্রের গোলযোগের লক্ষণ জিহ্বার লক্ষণের মাধ্যমে জ্ঞাত হওয়া যায়। সুস্থ দেহে জিহ্বা মসৃণ থাকে এবং ছেনি দিয়ে কাটার মত খাঁজ প্রকাশ পায়। ইচ্ছানুসারে জিহ্বা নাড়াতে কোন অসুবিধা হয়না। 

জিহ্বার লক্ষণ যেখানে তুলতুলে, মোটা, ফ্যাকাসে এবং ধারে দাঁতের ছাপ থাকে সেক্ষেত্রে পেশীর দুর্বলতা সংক্রান্ত রোগের ইঙ্গিত দেয়। জিহ্বা বের করার সময় কম্পমান হলে স্নায়বীয় রোগের ইঙ্গিত দেয়


এবং অধিকাংশ ক্ষেত্রে মদ্যপায়ীদের মধ্যে ইদৃশ লক্ষণ দেখা যায় এবং রোগী খুব দুর্বল বুঝতে হবে। 

জিহ্বার শুষ্কতা থাকলে বুঝতে দেহের শুষ্কতা বর্তমান, তরুণ পীড়ায় এবং প্রদাহজনিত পীড়ায়। 

উদ্ভেদজনিত জ্বরে জিহ্বা লাল বর্ণের হয়। 

জিহ্বার উপরে হলুদ বর্ণের ছাতলা পড়লে বুঝতে হবে লিভারের কোন দোষ হয়েছে। 

জিহ্বা অত্যান্ত সরস, পুরু ও দাঁতের ছাপযুক্ত। জিহ্বা ভিজে থাকা সত্বেও প্রবল জল পিপাসা - মার্কসল। 

জিহ্বা শুষ্ক এবং হলদে লেপযুক্ত তিক্তস্বাদ এবং সমস্ত জিনিসই তিক্ত স্বাদ লাগে - ব্রায়োনিয়া। 

জিহ্বা পরিষ্কার। কখনো কখনো সামান্য পীত লেপাবৃত হয় - ইপিকাক। 

জিহ্বা অপরিষ্কার, সাদা হলদে হলদে ভাব। স্বাদ তিক্ত - চায়না। 

জিহ্বা বরফের মত ঠান্ডা, সাদা বা হলদে রঙ্গের, ঠান্ডা জল বা ঠান্ডা জিনিস খেতে চায় - ভিরেট্রাম এলবাম।   


জিহ্বা প্রায়ই পরিষ্কার, কখনো কখনো হলদে সাদাটে লেপাবৃত দেখায় - জেলসিমিয়াম। 

জিহ্বার উপরে সবুজ বর্ণের লেপ, তিক্ত স্বাদ - নেট্রাম সালফ। 

জিহ্বার উপরে দুধের সরের মত সাদা পুরু লেপ, স্বাদ তিক্ত - এন্টিম ক্রোড। 

জিহ্বা শুষ্ক এবং লাল বর্ণের - বেলেডোনা। 

জিহ্বা শুষ্ক, জিহ্বার অগ্রভাগ ত্রিকোন রক্তবর্ণ - রাসটক্স। 

জিহ্বা সাদা লেপাবৃত, জিহ্বার স্বাদ পচা তিক্ত, টক স্বাদযুক্ত খাদ্য সামগ্রী খাওয়ার ইচ্ছা। ঘৃতের দ্বারা তৈরী খাবার খাওয়ার অরুচি - পালসেটিলা।

জিহ্বা কটাবর্ণ, কোন কোন ক্ষেত্রে লালবর্ণ। আংশিক পক্ষাঘাত এবং জিহ্বা বের করতে কষ্ট হয়। আস্বাদ বদ গন্ধযুক্ত - হায়োসিয়ামাস। 


ডাঃ রমেন্দ্র নারায়ণ বিশ্বাস এর বই থেকে সংগৃহীত।  

Post a Comment

 
Top