0
মাথাঘোরার সাদৃশ হোমিওপ্যাথিক ঔষধাবলী (Vertigo and its similar homeopathic medicines):

* শয়নকালে মাথাঘোরা - এপিস, কার্বো ভেজ, কস্টিকাম, ক্যামোমিলা, ল্যাকেসিস, নাইট্রিক এসিড, পালসেটিলা, রাস টক্স, থুজা।

* শুইয়া থাকিলে মাথাঘোরা কম পড়ে - কার্বো এনিম্যালিস, সিনা, চায়না, ককুলাস, গ্রাফাইটিস, কেলি কার্বো, নাইট্রিক এসিড, পালসেটিলা।

* চক্ষু বুজিলেই মাথা ঘোরা - থুজা, এলুমিনা, এলুমেন, এন্টিম টার্ট, এপিস মেল, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, চেলিডোনিয়াম, হিপার সালফ, ল্যাকেসিস, ফসফরিক এসিড, সাইলিসিয়া, থেরিডিয়ন।

মাথাঘোরার সাদৃশ হোমিওপ্যাথিক ঔষধাবলী (Vertigo and its similar homeopathic medicine)
মাথাঘোরার সাদৃশ হোমিওপ্যাথিক ঔষধাবলী (Vertigo and its similar homeopathic medicine) 


* ঋতুকালে মাথাঘোরা - ক্যালকেরিয়া কার্ব, ল্যাকেসিস, ফসফরাস, পালসেটিলা, সালফার।

* আহারের পর মাথাঘোরা - এলুমিনা, ক্যামোমিলা, ককুলাস, কেলি বাই, কেলি কার্ব, ল্যাকেসিস, নাক্স ভমিকা, ফসফরাস, পালসেটিলা, রাস টক্স, সালফার।

* মাথাব্যথার সাথে মাথাঘোরা - এপিস, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্নিকা, আর্সেনিক, অরাম, ব্যারাইটা কার্ব, ক্যালকেরিয়া, কস্টিকাম, চেলিডোনিয়াম, জেলসেমিয়াম, হিপার, কেলি কার্ব, ল্যাকেসিস, মার্কুরিয়াস, নেট্রাম মিউর, নাক্স ভমিকা, ফসফরাস, পালসেটিলা, স্যাঙ্গুইনেরিয়া, সাইলিসিয়া, জিঙ্কাম, স্পাইজেলিয়া।

* প্রাতে ঘুম ভাঙ্গিলেই মাথাঘোরা - কার্বো ভেজ, চায়না, ডালকামারা, গ্রাফাইটিস, কেলি বাই, নেটড়াম মিউর।

* উঠিয়া দাঁড়ালেই মাথাঘোরা - এম্ব্রা গ্রিসিয়া, বেলেডোনা, ব্রায়োনিয়া, কস্টিকাম, ডালকামারা, লাইকোপোডিয়াম, ম্যাগ্নেসিয়া মিউর, নেট্রাম মিউর, নাইট্রিক এসিড, ফসফরাস, পালসেটিলা, রাস টক্স।

* উপরে উঠিতে গেলে মাথাঘোরা - ক্যালকেরিয়া, কেলি বাইক্রম।

* নিম্নে নামিতে গেলে মাথাঘোরা - বোরাক্স, ফেরাম, প্লাটিনা।

* উপরের দিকে চাহিলে মাথঘোরা - আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যালকেরিয়া, কস্টিকাম, কুপ্রাম, গ্রাফাইটিস, ল্যাকেসিস, নাক্স ভমিকা, পেট্রোলিয়াম, ফসফরাস, পালসেটিলা, স্যাঙ্গুইনেরিয়া, সাইলিসিয়া, ট্যাবেকাম, থুজা।

* নিচের দিকে চাহিলে মাথাঘোরা - ফসফরাস, স্পাইজেলিয়া, সালফার।

* ক্ষয়হেতু মাথাঘোরা - চায়না, ফসফরাস, সিপিয়া।

* নড়াচড়া করানোর জন্য মাথাঘোরা - এগারিকাস, এমোন কার্ব, অরাম, বেলেডোনা, হিপার, ক্যালমিয়া, ম্যাগ্নেসিয়া কার্ব, মেডোরিনাম, ফসফরাস, পালসেটিলা, সাইলিসিয়া, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া ফস, কার্বো ভেজ, চায়না, ককুলাস, কফিয়া, গ্লোনয়িন, গ্রাফাইটিস।

* মস্তিষ্ক চালনার পর মাথাঘোরা - এগারিকাস, আর্জেন্টাম নাইট্রিকাম, বোরাক্স, নেট্রাম কার্ব, নেট্রাম মিউর, নাক্স ভমিকা, ফসফরিক এসিড, পালসেটিলা, স্টেফিস্যাগ্রিয়া।

* যাহা দেখে তাহাই ঘুরিতেছে বলে মনে হয় - চেলিডোনিয়াম, সাইক্লামেন, নেট্রাম মিউর।

* ঘর-বাড়ি ঘুরিতেছে বলিয়া মনে হয় - ক্যালকেরিয়া, কস্টিকাম, নাক্স ভমিকা, ফসফরাস।

* পড়িবার সময় মাথাঘোরা - এমোন কার্ব।

* গর্ভাবস্থায় মাথাঘোরা - জেলসেমিয়াম, নেট্রাম মিউর।

* জ্বরের শীত অবস্থায় মাথাঘোরা - ক্যালকেরিয়া, ফেরাম, চায়না, গ্লোনোয়িন, নাক্স ভমিকা, রাস টক্স।

* জ্বরের উত্তাপ অবস্থায় মাথাঘোরা - কার্বো এনিমেলিস, ব্রায়োনিয়া, চায়না, ককুলাস, কেলি কার্ব, নাক্স ভমিকা, পালস।

* মাথায় আঘাতজনিত কারণে মাথাঘোরালে -  আর্নিকা, সিকুটা, নেট্রাম সালফ।

* কোষ্ঠকাঠিন্য অবস্থাতে মাথাঘোরা - এলো, ক্যালকেরিয়া ফস, সালফার।

* যৌন মিলনের পর মাথাঘোরা - ফসফরিক এসিড, সিপিয়া।

* গাড়ি চড়লে যদি মাথাঘোরা - হিপার সালফ, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া।

* দাড়ি কামাইবার পর মাথাঘোরা - কার্বো এনিমেলিস।


                                      লেখক - ডাঃ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

Post a Comment

 
Top