হোমিওপ্যাথিক টিপস - ১২ (Homeopathic Tips - 12)
১) বাধক বেদনায় (Dysmenorrhoea) ন্যাফালিয়াম একটি দরকারী ওষুধ। বিশেষতঃ যখন ঋতুস্রাব স্বল্প ও আরম্ভের প্রথম দিন অত্যন্ত ব্যথা হয়।
২) পুরুষের ধ্বজভঙ্গ রোগে যৌন প্রনালীর দারুণ অবসাদ নিউফার লুটিয়াম বৈশিষ্ট সূচক লক্ষণ, যেখানে যৌন ইচ্ছা সম্পূর্ণ লোপ পায়, লিঙ্গের শিথিলতা এবং লিঙ্গ গুটিয়ে থাকে। টিংচার থেকে ৬ষ্ঠ সুপারিশ করা হয়েছে। ডাঃ আর পি রাও
৩) প্রায় দিন নয়েকের আগে ওষুধ সোরিনামের ক্রিয়া প্রতিভাত হতে দেখা যায় না এবং একমাত্রা (Single dose) ওষুধই সমস্ত লক্ষণগুলি তিরোহিত করবার জন্য যথেষ্ট। ডাঃ এডিজি
৪) শিশুদের উচ্চ জ্বরসহ আক্ষেপ (Convulsion) বেলাডোনা ১এম, এক মাত্রাই সুস্থ্য করে দেবে। ডাঃ চ্যাটার্জি
৫) লম্বা দ্রুত বাড়ছে এরকম যুবকদের উপর ফসফরাস খুব ভালো খাটে। স্ত্রীলোক বিশেষতঃ যুবতীদের ঋতুস্রাব বিলম্নে আসে কিন্তু ঋতু প্রকাশিত হলে পুনঃ পুনঃ হয় এবং প্রচুর পরিমানে হয়। এ অবস্থার জন্য ওষুধটির নিম্নশক্তি বা ৩০ শক্তির নীচে ব্যবহার করবেন না। ডাঃ জর্জ রয়্যাল
৬) তরুন পাকস্থলীপ্রদাহে (Acute gastritis) আর্সেনিক প্রদত্ত হলে তোমার অন্য চিকিৎসার দরকার হবে না। ডাঃ হিউজেজ
৭) যেখানে ঠোঁটের ধারফাটা ও রক্তপড়ার প্রবণতা সেখানে গ্রাফাইটিস প্রয়োগ করতে তোমার ইতঃস্তত করার প্রয়োজন নেই। ডাঃ ফ্যারিংটন
৮) আর্সেনিক হাঁপানীর নিঃসন্দেহে একটি নিরাপদ ওষুধ। ডাঃ বার
৯) এটা মনে করোনা যে, একজনের বাবা কিংবা মা কেউ ক্ষয়রোগে মারা গিয়েছে তার পক্ষে সালফার একটি সাংঘাতিক ওষুধ। হয়তো সেক্ষেত্রে সালফারই একমাত্র ওষুধ, যা ঐ শিশুটিকে ভবিষ্যতে ঐ রোগ থেকে বাঁচাবে। ডাঃ কেন্ট
১০) তাপমাত্রার পরিবর্তনের (Change of temperature) ফলে সাধারণ সর্দিতে আর্সেনিক ৩০ শক্তি অভীষ্ট ফলদায়ী ওষুধ। আধা ঘন্টান্তর ৪ থেকে ৬ মাত্রা প্রযোজ্য। ডাঃ মার্গারেট ব্লাকি
১১) অদ্ভুত মাথা ঘোরার রোগী। যখন শায়িত অবস্থায় রোগী মনে করে যেন তার পা দুটি উপর দিকে উঠে যাচ্ছে এবং কাছের লোককে বলে যে পাগুলি ধরে নীচে নামিয়ে দাও এই অদ্ভুত অনুভূতির ওষুধ ফসফরিক এসিড ও ষ্টিক্টা। ডাঃ কেন্ট
১২) সারাদিন কঠোর পরিশ্রমের পর অথবা অতিরিক্ত শ্রান্তি বা উত্তেজনা বশতঃ শিরঃপীড়ায় এপিফেগাস অতি ফলপ্রদ। ডাঃ ন্যাশ
১) বাধক বেদনায় (Dysmenorrhoea) ন্যাফালিয়াম একটি দরকারী ওষুধ। বিশেষতঃ যখন ঋতুস্রাব স্বল্প ও আরম্ভের প্রথম দিন অত্যন্ত ব্যথা হয়।
২) পুরুষের ধ্বজভঙ্গ রোগে যৌন প্রনালীর দারুণ অবসাদ নিউফার লুটিয়াম বৈশিষ্ট সূচক লক্ষণ, যেখানে যৌন ইচ্ছা সম্পূর্ণ লোপ পায়, লিঙ্গের শিথিলতা এবং লিঙ্গ গুটিয়ে থাকে। টিংচার থেকে ৬ষ্ঠ সুপারিশ করা হয়েছে। ডাঃ আর পি রাও
![]() |
হোমিওপ্যাথিক টিপস - ১২ (Homeopathic Tips - 12) |
৩) প্রায় দিন নয়েকের আগে ওষুধ সোরিনামের ক্রিয়া প্রতিভাত হতে দেখা যায় না এবং একমাত্রা (Single dose) ওষুধই সমস্ত লক্ষণগুলি তিরোহিত করবার জন্য যথেষ্ট। ডাঃ এডিজি
৪) শিশুদের উচ্চ জ্বরসহ আক্ষেপ (Convulsion) বেলাডোনা ১এম, এক মাত্রাই সুস্থ্য করে দেবে। ডাঃ চ্যাটার্জি
৫) লম্বা দ্রুত বাড়ছে এরকম যুবকদের উপর ফসফরাস খুব ভালো খাটে। স্ত্রীলোক বিশেষতঃ যুবতীদের ঋতুস্রাব বিলম্নে আসে কিন্তু ঋতু প্রকাশিত হলে পুনঃ পুনঃ হয় এবং প্রচুর পরিমানে হয়। এ অবস্থার জন্য ওষুধটির নিম্নশক্তি বা ৩০ শক্তির নীচে ব্যবহার করবেন না। ডাঃ জর্জ রয়্যাল
৬) তরুন পাকস্থলীপ্রদাহে (Acute gastritis) আর্সেনিক প্রদত্ত হলে তোমার অন্য চিকিৎসার দরকার হবে না। ডাঃ হিউজেজ
৭) যেখানে ঠোঁটের ধারফাটা ও রক্তপড়ার প্রবণতা সেখানে গ্রাফাইটিস প্রয়োগ করতে তোমার ইতঃস্তত করার প্রয়োজন নেই। ডাঃ ফ্যারিংটন
৮) আর্সেনিক হাঁপানীর নিঃসন্দেহে একটি নিরাপদ ওষুধ। ডাঃ বার
৯) এটা মনে করোনা যে, একজনের বাবা কিংবা মা কেউ ক্ষয়রোগে মারা গিয়েছে তার পক্ষে সালফার একটি সাংঘাতিক ওষুধ। হয়তো সেক্ষেত্রে সালফারই একমাত্র ওষুধ, যা ঐ শিশুটিকে ভবিষ্যতে ঐ রোগ থেকে বাঁচাবে। ডাঃ কেন্ট
১০) তাপমাত্রার পরিবর্তনের (Change of temperature) ফলে সাধারণ সর্দিতে আর্সেনিক ৩০ শক্তি অভীষ্ট ফলদায়ী ওষুধ। আধা ঘন্টান্তর ৪ থেকে ৬ মাত্রা প্রযোজ্য। ডাঃ মার্গারেট ব্লাকি
১১) অদ্ভুত মাথা ঘোরার রোগী। যখন শায়িত অবস্থায় রোগী মনে করে যেন তার পা দুটি উপর দিকে উঠে যাচ্ছে এবং কাছের লোককে বলে যে পাগুলি ধরে নীচে নামিয়ে দাও এই অদ্ভুত অনুভূতির ওষুধ ফসফরিক এসিড ও ষ্টিক্টা। ডাঃ কেন্ট
১২) সারাদিন কঠোর পরিশ্রমের পর অথবা অতিরিক্ত শ্রান্তি বা উত্তেজনা বশতঃ শিরঃপীড়ায় এপিফেগাস অতি ফলপ্রদ। ডাঃ ন্যাশ
Post a Comment
Post a Comment