জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিচিতি (Know about 250 Beded General Hospital Jamalpur)
ভৌগোলিক অবস্থানঃ- জামালপুর শহরের উত্তর প্রান্তে, হযরত শাহ জামাল (রাঃ) এর মাজারের সন্নিকটে এবং ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ৮.১০ এলাকা জুড়ে একটি নয়নাভিরাম ও মনোরম পরিবেশে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি অবস্থিত।
প্রেক্ষাপটঃ- ১৮৪৫ সালে জামালপুর মহকুমা স্থাপিত হয়। ১৮৬৮ সালে এ এলাকার মানুষের সুচিকিৎসার জন্য জামালপুর হাসপাতালটি স্থাপিত হয়। অতঃপর ১৮৬৮ সালের ১লা এপ্রিল জামালপুর পৌরসভা স্থাপিত হয় এবং ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জামালপুর মহকুমাকে জেলা ঘোষনা করা হয়।
১৮৬৮ সালে জামালপুর হাসপাতালটি কে, কিভাবে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থাপন করেন তার কোন সঠিক ইতিহাস পাওয়া যায়নি। তবে কেদার রায় মজুমদার লিখিত বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণী বইতে লেখা রয়েছে জামালপুর হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ময়মনসিংহ জেলা বোর্ড থেকে আর্থিক অনুদান প্রদান করা হতো। ঐ সময় হাসপাতালটি বর্তমান জামালপুর পৌরসভার আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান পৌরসভার পাবলিক হলটি ছিল মূল হাসপাতাল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ১৮৬৮ ইং সালে স্থাপিত এই হাসপাতালটি হতে আহত বা সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু আহত ও রুগ্ন সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জামালপুর খেলার মাঠে বিরাট হল রুম বিশিষ্ট একটি Auxiliary Hospital তৈরী করে। সেখান থেকে আহত ও রুগ্ন সৈন্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও চিকিৎসা সেবা পেত। ১৮৬৮ ইং সালে স্থাপিত এই হাসপাতালটি ১৯৪৪ ইং সালে সরকারী করা হয় এবং ৬ শয্যা থেকে ২৫ শয্যায় উন্নিত করা হয়।
পরে ১৯৫৬ ইং সালে হাসপাতালের রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানের সংকুলান দেখা দিলে তৎকালীন পাক সরকার ২৫ শয্যার হাসপাতালটিকে বর্তমান স্থানে স্থানান্তরিত করেন। পরবর্তীতে হাসপাতালটি ১৯৭৯ ইং সালে ৫০ শয্যায় এবং ১৯৮৪ ইং সালে ১০০ শয্যায় রুপান্তরিত করা হয়। উল্লেখ্য যে, জামালপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নতি করণ শীর্ষক প্রকল্প শুরু হয় ১৯৯৫ ইং সালে। বর্তমানে এটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জামালপুর নামে পরিচিতি ।
ভৌগোলিক অবস্থানঃ- জামালপুর শহরের উত্তর প্রান্তে, হযরত শাহ জামাল (রাঃ) এর মাজারের সন্নিকটে এবং ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ৮.১০ এলাকা জুড়ে একটি নয়নাভিরাম ও মনোরম পরিবেশে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি অবস্থিত।
প্রেক্ষাপটঃ- ১৮৪৫ সালে জামালপুর মহকুমা স্থাপিত হয়। ১৮৬৮ সালে এ এলাকার মানুষের সুচিকিৎসার জন্য জামালপুর হাসপাতালটি স্থাপিত হয়। অতঃপর ১৮৬৮ সালের ১লা এপ্রিল জামালপুর পৌরসভা স্থাপিত হয় এবং ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জামালপুর মহকুমাকে জেলা ঘোষনা করা হয়।
১৮৬৮ সালে জামালপুর হাসপাতালটি কে, কিভাবে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থাপন করেন তার কোন সঠিক ইতিহাস পাওয়া যায়নি। তবে কেদার রায় মজুমদার লিখিত বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণী বইতে লেখা রয়েছে জামালপুর হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ময়মনসিংহ জেলা বোর্ড থেকে আর্থিক অনুদান প্রদান করা হতো। ঐ সময় হাসপাতালটি বর্তমান জামালপুর পৌরসভার আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান পৌরসভার পাবলিক হলটি ছিল মূল হাসপাতাল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ১৮৬৮ ইং সালে স্থাপিত এই হাসপাতালটি হতে আহত বা সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু আহত ও রুগ্ন সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জামালপুর খেলার মাঠে বিরাট হল রুম বিশিষ্ট একটি Auxiliary Hospital তৈরী করে। সেখান থেকে আহত ও রুগ্ন সৈন্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও চিকিৎসা সেবা পেত। ১৮৬৮ ইং সালে স্থাপিত এই হাসপাতালটি ১৯৪৪ ইং সালে সরকারী করা হয় এবং ৬ শয্যা থেকে ২৫ শয্যায় উন্নিত করা হয়।
পরে ১৯৫৬ ইং সালে হাসপাতালের রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানের সংকুলান দেখা দিলে তৎকালীন পাক সরকার ২৫ শয্যার হাসপাতালটিকে বর্তমান স্থানে স্থানান্তরিত করেন। পরবর্তীতে হাসপাতালটি ১৯৭৯ ইং সালে ৫০ শয্যায় এবং ১৯৮৪ ইং সালে ১০০ শয্যায় রুপান্তরিত করা হয়। উল্লেখ্য যে, জামালপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নতি করণ শীর্ষক প্রকল্প শুরু হয় ১৯৯৫ ইং সালে। বর্তমানে এটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জামালপুর নামে পরিচিতি ।
Post a Comment
Post a Comment