সিজিজিয়াম জ্যাম্বোলেনাম - হোমিওপ্যাথি। দেশীয় কালজামের বীজ হতে প্রস্তুত। মুত্রে শর্করা বেশী এরুপ বহুমুত্র (Diabetes) রোগের উৎকৃষ্ট ওষুধ।
সিজিজিয়াম জ্যাম্বোলেনাম - হোমিওপ্যাথি।
সিজিজিয়াম জ্যাম্বোলেনাম (Syzygium jambolanum):দেশীয় কালজামের বীজ হতে প্রস্তুত। মুত্রে শর্করা বেশী এরুপ বহুমুত্র (Diabetes) রোগের উৎকৃষ্ট ওষুধ।
বোরিক বলেন, প্রস্রাবে শর্করার পরিমাণ কমাতে বা একবারে দূর করতে এই ওষুধের তুলনা নেই। ইনসুলিন ওষুধটি এর সমগুন বা সহযোগী ওষুধ।
সিজিজিয়াম জ্যাম্বোলেনাম - হোমিওপ্যাথি। |
প্রয়োগ লক্ষণঃ- উত্তাপের অনুভূতি, তৃষ্ণা অত্যধিক, ঘন্টায় ঘন্টায় প্রচুর প্রস্রাব, দেহ শুকিয়ে যায়, প্রস্রাবে শর্করা, স্পেসিফিক গুরুত্ব কম, দেহে লাল লাল ফুস্কুড়ি, ঘা হয়, কার্বাঙ্কল । বিভিন্ন স্থানে বিশেষতঃ পিঠে বেদনা, প্রস্রাব করার পরেই অত্যন্ত দুর্বলতাবোধ । অম্ল লক্ষণ যুক্ত বহুমুত্র রোগী, উপরোক্ত লক্ষণে দারুন উপযোগী ।
সেবন বিধিঃ- টিংচার প্রত্যহ ৩/৪ বার ১০/১৫ ফোঁটা ২/৩ মাস ব্যবহার করতে হয়, নাহলে আশানুরুপ ফল পাওয়া যায় না।
এলেন কিনোট'স অফ মেটেরিয়া মেডিকা থেকে সংগৃহীত।
COMMENTS