হোমিওপ্যাথি টিপস - ১১:
নিদ্রা ও স্বপ্ন (২)
১)নির্জ্জীব ও তন্দ্রালু, কিন্তু ঘুমাবার জন্য মন শান্ত করতে পারে না। - জেলসেমিয়াম ।
২) রাত প্রায় ১টা বা ৩ টার সুময় ঘুম ভেঙ্গে যায় এবং জাগরণ বশতঃ আর ঘুমাতে পারে না। - কেলি কার্ব ।
৩) প্রলাপ সংযুক্ত আচ্ছন্নভাব (Stupor); কথার জবাব দিতে দিতে অথবা কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে; বিমূঢ়ের মত মুখাকৃতি। - ব্যাপ্টিসিয়া ।
![]() |
Homeopathy Tips |
৪) দীর্ঘকাল ক্রমাগত জাগরণ জনিত নিদ্রাহীনতার কুফল। - ককিউলাস।
৫) ঘুমের মধ্যে সহসা যন্ত্রণাসূচক চীৎকার, অথবা ঘুমাতে পারেন না, চমকে চমকে ওঠে; এপাশ ওপাশ করে ও ছটফট করে অথবা বিছানার কাপড় লাথি মেরে ফেলে দেয়। - সিনা ।
৬) নিদারুণ শোকের পর যন্ত্রণাদায়ক অনিদ্রা। - নেট্রাম মিউর ।
৭) অন্যান্য অসুখ, বিশেষতঃ বেদনাসহ তন্দ্রালু; জড়ীভুত নিদ্রায় ( Stupid slumber ) পড়ে থাকে। - ষ্টিক্টা ।
৮) বাড়ীতে চোর ডাকাত ঢোকার বার বার স্বপ্ন; এবং জেগে ওঠার পরও বাড়ী খোঁজা না হওয়া পর্যন্ত্য ইহা অবিশ্বাস করতে চায় না। - নেট্রাম মিউর।
৯) শ্রবণশক্তির তীক্ষ্ণতাসহ নিদ্রাহীনতা; অতি দূরে ঘড়ি বাজার শব্দ এবং মোরগের ডাক রোগিণীকে জাগিয়ে রাখে। - ওপিয়াম ।
১০) দিনের বেলায় দুর্নিবার ঘুমের আবেশ এবং সারারাত অনিদ্রা। - সালফার।
ডাঃ ই বি ন্যাস এর রিজিওনাল লিডার'স থেকে সংগৃহীত।।
Post a Comment
Post a Comment