রেসের মাঠের ঘোড়া বলবান ও শক্তিশালী করার জন্য আমেরিকায় এই জাতীয় বিশেষ ঘোড়াকে খাওয়ান হয় । এর সাহায্যে হোমিও টনিক প্রস্তুত হয়, অন্যান্য লৌহঘটিত টনিক অপেক্ষা এই টনিক বহুগুণে শ্রেষ্ঠ । কোন কঠিন রোগভোগের পর পরিপোষন ক্রিয়ার বিশৃঙ্খলা জনিত হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্য বা উদরাময়, স্নায়বিকতা, ধাতুদৌর্বল্য ও অনিদ্রার উৎকৃষ্ট টনিক, দেহের দুর্বল টিস্যুগুলো সতেজ সবল করতে এর জুড়ি নেই । মনের অবসাদ ক্লান্তি দূর করে । খিদে থাকে না, -খিদে পেলেও বেশি খেতে না পারার জন্য দিন দিন দুর্বলতা বেড়েই চলে, মিষ্টি খেতে চায়, -খাওয়ার অল্পক্ষণ পরেই পেট বায়ুতে পুর্ন হয়ে ঢাকের মত ফুলে উঠে । পেটব্যথা করে । ঐ সাথে ঝিমুনীভাব অথচ অনিদ্রা । এ ওষুধের ব্যবহারে অত্যন্ত সুনিদ্রা হয় ।
![]() |
Alfalfa or Medicago sativa |
ব্যবহারঃ মাদার টিংচার শিশুদের ক্ষেত্রে ৫-১০ ফোঁটা, বড়দের ১০-১৫ ফোঁটা মাত্রায় আহারের আধঘন্টা পরে দুবার কয়েকদিন যাবৎ প্রযোজ্য । সুগার ও ফসফেট যুক্ত বহুমুত্র রোগেও উপযোগী ।
এলেন কিনোট'স অফ মেটেরিয়া মেডিকা থেকে সংগৃহীত।
আরোও বিস্তারিত জানতে আলফালফা (Alfalfa or Medicago sativa) তে ক্লিক করুন ।
Post a Comment
Post a Comment