1

হোমিওপ্যাথি টিপস - ১০:
নিদ্রা ও স্বপ্ন (১)

১)অসচ্ছন্দ, অস্থির; ঘুমন্ত অবস্থায় হাত পায়ের অনেকবার নাড়ানাড়ি। - কষ্টিকাম ।

২) তন্দ্রালু, আধবোজা চোখ; মাথা এপাশ ওপাশ গড়ায়, তৎসহ কোঁকানি ও ঘ্যান্‌ঘ্যানানি, বিশেষতঃ শিশুদের। -পডোফাইলাম ।

৩) অস্থির নিদ্রা; কোঁকায়, চমকে চমকে উঠে, কাঁদে, ছটফট করে এবং বকে; বদমেজাজী, অশান্ত। - ক্যামোমিলা ।

৪) মনের ও দেহের অত্যান্ত উত্তেজনা বশতঃ অনিদ্রা। - কফিয়া।

Homeopathy Tips
Homeopathy Tips

৫) দৌড়ান, বরফে হাঁটা, তাড়াতাড়ি যাওয়া এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ক্লেশপ্রদ স্বপ্ন। - রাস টক্স ।

৬) বমির পালার পর, অথবা বাহ্যের পর শিশুর ঝিমুনি। - ইথুজা ।

৭) অস্ত্রোপচারের ( Surgical Operation ) পর অনিদ্রা। - ষ্টিক্টা ।

৮) নিদ্রা, তার সাথে হঠাৎ চমকে উঠা ও হঠাৎ চিৎকার করে উঠা। - এপিস মেল ।

৯) রাত্রি জাগরণ; বিষয় কর্মের চিন্তা; উদ্বেগ, অস্থিরতা জনিত অনিদ্রা। - ককিউলাস ।

১০) হাড়ের বেদনার জন্য জেগে ওঠে; যন্ত্রণা এত অধিক যে রোগী হতাশ হয়ে পড়ে, বেঁচে থাকতে চায় না।

ডাঃ ন্যাস এর রিজিওনাল লিডারস থেকে সংগৃহীত।।

Post a Comment

Unknown said... March 18, 2015 at 1:19 PM

Your Posts are very nice and helpful for us (Homeopathy Students), Please keep it up more.

Thanks/ Jubair

 
Top