হোমিওপ্যাথিক টিপস - ৩। হোমিওপ্যাথিতে রোগ লক্ষলণের সাথে ঔষধের সর্বোচ্চ লক্ষণের মিল রেখে ঔষধ নির্বাচন করা হয়। যত বেশী লক্ষণে মিল থাকবে আরোগ্য তত দ্রুত।
হোমিওপ্যাথিক টিপস - ৩।
হোমিওপ্যাথিতে রোগ লক্ষলণের সাথে ঔষধের সর্বোচ্চ লক্ষণের মিল রেখে ঔষধ নির্বাচন করা হয়। যত বেশী লক্ষণে মিল থাকবে আরোগ্য তত দ্রুত হবে। নিম্নে কিছু লক্ষণের সাথে মিল রেখে নির্দেশক ঔষধ তুলে ধরা হলোঃ
* হাড়গুলো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এমন যন্ত্রনা - ইপিকাক।
* হাড় ভেঙ্গে গেছে এমন যন্ত্রনা - ইউপেটোরিয়া পার্ফ।
* শরীরের সব দ্বার থেকেই উজ্জ্বল লাল রক্ত ক্ষরণ - ইপিকাক, ইরিজিরন, মিলিফো।
* আল-জিহ্বা ফুলে গিয়ে জল ভরা থলের মত দেখায়, খুব কঠিন কিন্তু সামান্য রক্তিম - কেলি বাই, রাসটক্স।
![]() |
হোমিওপ্যাথিক টিপস - ৩। |
* কয়েক ঘন্টা বা কয়েক দিনে রোগ লক্ষণ এক দিক থেকে অন্য দিকে চলে যায় - ল্যাক ক্যান।
* হাতের আঙ্গুলের গাঁটগুলোর বিকৃতি, আঙ্গুলের গাঁটগুলো বড় ফুলে উঠে - মেডোরিনাম।
* নাক থেকে রক্ত নিঃসরণের আগে মুখমন্ডল খুব রক্তাভ হয়ে উঠে। রক্তের উচ্ছাস দেখা যায়, করোটির ধমনী দুটি দপ দপ করে - মেলিলোটাস, বেল।
* মুখগহ্বরে অতিশয় শুস্কতা, জিহ্বা এত শুকনো হয়ে পড়ে যে তালুর সাথে লেগে যায় - নাক্স মস্কেটা, এপিস, ল্যাকেসিস।
* বিছানা এত গরম মনে হয় যে রোগী এতে শুতে পারবে না - অপিয়াম।
* মাথা ব্যথা কানের এক দিক থেকে মাথার উপর দিয়ে গিয়ে অপর দিক পর্যন্ত প্রসারিত হয় - প্যালাডিয়াম।
হোমিওপ্যাথিক টিপস - ৩।
* প্রস্রাব করার চেষ্টা করলে প্রচন্ড কোঁথ দিতে হয়, অবিরাম বেগ, লিঙ্গমুন্ডে তীব্র ব্যথা হয় এবং ব্যথা নিচের দিকে উরু পর্যন্ত প্রসারিত হয়। প্রস্রাব কালো রক্ত মিশ্রিত ও গাঁঢ় শ্লেঁষ্মাযুক্ত - প্যারিয়া ব্রেভা।* জননাঙ্গে স্বল্প ছোঁয়ায় প্রচন্ড যৌন উত্তেজনার সৃষ্টি হয় - মিউরেক্স পার।
* অত্যাদিক যৌন উত্তেজনার ফলে কৃত্রিম মৈথুনে বাধ্য হয় - অরিগে, জিঙ্ক।
* রোগী বাঁ দিকে শুতে অসমর্থ - ফস, পালস।
* রোগী ডান দিকে শুতে অসমর্থ - মার্ক।
* ছোঁয়ায় গাত্রচর্ম ঠান্ডা মনে হয়, তবু রোগী গায়ের ঢাকা সহ্য করতে পারে না - সিকেলিকর।
* প্রতিবার শিশুকে স্তন্যদানের সময় স্তন থেকে স্কন্ধাস্থি অবধি বুকের ভেতর দিয়ে টেনে ধরার মত যন্ত্রনা - ক্রোটন টিগ।
* গরম বা রোদ্র সহ্য হয় না, কিন্তু গরম জ্বলে স্নান ও গরম সেঁকে উপশম বোধ করে আবার খোলা বাতাসে ভাল বোধ করে - এন্টিম ক্রুড।
* পাকস্থলীর বিশৃঙ্খলার জন্য জিহ্বায় পুরু সাদা ময়লা জমে। জিহ্বায় চুনকাম করা বা দুধের সরের মত সাদা প্রলে - এন্টিম ক্রুড।
* পাকস্থলিতে ব্যথা আরম্ভ হয়ে পিঠ, বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে। নড়লে চড়লে বাড়ে - রিউমেক্স।
COMMENTS