মুখে ঘা এবং হোমিওপ্যাথি চিকিৎসা। মুখের ভেতরের ঝিল্লি আবরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মুখে ঘা দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই এটি মারাত্মক নয়।
মুখে ঘা এবং হোমিওপ্যাথি চিকিৎসা
মুখের ভেতরের ঝিল্লি আবরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মুখে ঘা দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই এটি মারাত্মক রোগ না হয়ে এমনিই সেরে যায়। বারবার মুখে ঘা হলেই এর প্রতি মনযোগী হওয়া উচিত। তখন ঘা এর আকার, আকৃতি, অবস্থান ও প্রকৃতি খেয়াল করতে হবে। মুখে ঘা কি দ্রুত ছড়াচ্ছে কিনা অথবা ক্যানসার কি না।
যথারীতি একজন ব্যক্তি খাবার সময় বেদনাদায়ক, বা শিশুরা খাবার সময় কান্না করলে চিন্তা করতে হবে হয়ত মুখে ঘা বা ক্ষত হয়েছে। মুখে ঘা বার বার ফিরে আসা অত্যন্ত বিরক্তিজনক এবং বেদনাদায়ক।
![]() |
মুখে ঘা এবং হোমিওপ্যাথি চিকিৎসা |
কারণসমূহঃ
- আঘাতের কারনে ক্ষত হলে, সেটা ছোট শারীরিক ক্ষত কিংবা রাসায়নিক ভাবে ক্ষত যাই হোক।
- ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাংগাস, প্রোটোজোয়া ইত্যাদি।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া - ক্যামোথেরাপি, HIV ইত্যাদি।
- বার বার মুখে ঘা এর পিছনে প্রধান কারণ খারাপ মৌখিক স্বাস্থ্যবিধি।
- পুষ্টি জনিত অভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। ভিটামিন সি, ভিটামিন বি-১২ অভাবে ঘা হয়। এছাড়াও কৃত্রিম চিনি দ্বারা তৈরী খাদ্য যথা- চকলেট, জুস, কোক, চুইংগাম ইত্যাদি।
- মুখে ক্যানসার হলে যেমন - তামাক (সিগারেট, গুল, জর্দা ইত্যাদি) সেবন করার কারনে স্কুয়ামাস সেল কারসিনোমা নামে ক্যান্সার হয়।
- পাকস্থলিতে গ্যাস্ট্রিক রসের (HCl) বিরুপ প্রভাব এর কারণে মুখে বার বার ঘা দেখা দেয়।
- উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রায়ই মুখে ক্ষত তৈরি করে, যদি এর সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স সহযোগী খাবার হিসেবে না দেওয়া হয়।
- নির্দিষ্ট কিছু টুথ পেস্ট, মাউথ ওয়াশ ইত্যাদিতে এলার্জির প্রতিক্রিয়া থাকতে পারে।
- মানসিক চাপ অনেক সময়ই মুখের ঘা বৃদ্ধি করে (Psychosomatic) ।
প্রতিকারঃ
- ভালভাবে মুুখ এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে হবে।
- মুখের মধ্যে কোনো ফুস্কুড়ি হলে অবহেলা না করে অবিলম্বে আপনার চিকিৎসাকের সঙ্গে পরামর্শ করুন।
- পুষ্টিকর খাবার, ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক সম্পূরক খাবার এবং সবুজ শাক-সবজি খেতে হবে।
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ( প্রতি দিন কমপক্ষে ১০ গ্লাস )।
- গ্যাস্ট্রিক বা পাকস্থলী স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
- ডাক্তারের পরামর্শ ছাড়া উচ্চ মাত্রায় ওষুধ সেবন করা যাবে না।
- সবার জন্যই ইতিবাচক মনোভাব এবং নিয়মিত ব্যায়াম উপকারী।
- অতিরিক্ত ঝাল এড়িয়ে চলা।
হোমিওপ্যাথিক ওষুধ বার বার মুখের ঘা নিরাময় ৩টি পদক্ষেপ কাজ করে-
- ব্যথা ও দুর্ভোগ দূরীকরণের লক্ষে
- মৌখিক স্বাস্থ্যের উন্নতিতে
- ভবিষ্যৎ পুনরাবৃত্তি প্রতিরোধে।
হোমিওপ্যাথিক ওষুধঃ
হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে জনপ্রিয় রোগ নিরাময়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যক্তি স্বাতন্ত্র ও সদৃশ উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। এটি উপসর্গ ও জটিলতা মুছে ফেলে সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় রোগীর ফিরে যাবার একমাত্র উপায়। সদৃশবিধানের লক্ষ্য শুধু মুখে ঘা চিকিৎসা নয়, তার অন্তর্নিহিত কারণ ও স্বতন্ত্র প্রবণতা মোকাবেলায়ও সহায়তা করে। স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন ও রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। মুখে ঘা চিকিৎসা সহায়ক ঔষধগুলো নিম্নরুপঃবোরাক্স, মার্ক সল, ক্যালি মিউর, বেলাডোনা, হিপার সালফ, সালফার, ফসফরাস, ল্যাকেসিস, নাক্স ভম, নাইট্রিক আসিড, ন্যাট্রাম মিউর ইত্যাদি।
[Boericke] [Mouth]ULCERATIONS: Soreness
of mouth:
2 Alum, 3 Arg-n, 3 Ars, 3 Arum-t, 3 Bor, 2 Caps, 3 Hep, 3 Hydr, 2 Hydrin-m, 2 Kali-chl, 3 Merc, 3 Merc-c, 3 Mur-ac, 3 Nit-ac, 2 Nux-m, 2 Phyt, 3 Ran-s, 3 Rhus-g, 2 Semp, 2 Sin-n, 2 Sul-ac, 2 Tarax .
সুন্দর পোষ্ট খুব ভালো লাগলো। অনেক নতুন কিছু শিখলাম, ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
Thank you.kub koste achi ay gha niye.
খুব ভাল লাগল Thanks ।অনুরোধ করি আপনি breast এর রোগ সমুহ নিয়ে লিখুন please ।
Breast diseases নিয়ে অবশ্যই লিখব। নিয়মিত আপডেট পেতে সাথেই থাকুন...
আমাৱ 20 থেকে 30 দিন পৱ ঠুটে ঘা হয় কেন
মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভিটামিনের অভাব জনিত কারণে অথবা হাইপারএসিডিটির কারণেও হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে।