সাদা স্রাব বা লিউকোরিয়ার কারণ, প্রতিকার ও চিকিৎসা। লিউকোরিয়া হচ্ছে সমস্ত মহিলাদের একটি সর্বজনীন সমস্যা অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না।
সাদা স্রাব বা লিউকোরিয়ার কারণ, প্রতিকার ও চিকিৎসা
লিউকোরিয়া বা সাদা স্রাব হচ্ছে সমস্ত মহিলাদের একটি সর্বজনীন সমস্যা অধিকাংশ স্রাব জীবন শৈলী ও শারীরবৃত্তীয় সংক্রান্ত যার কোন চিকিৎসা প্রয়োজন হয় না । ইহা প্রচুর পরিমানে, রক্তে দাগ, দুর্গন্ধ যুক্ত, স্বাভাবিক রংয়ের না হলে গুরুত্বের সাথে দেখতে হবে । সাধারণত, স্বাভাবিক স্রাব পাতলা এবং সামান্য চটচটে হয় । এটা অনেকটা নাসিকা স্রাব(সর্দি) এর মত । সাধারণত যোনি স্রাবের পরিমাণ ডিম্বস্ফোটন এবং যখন মানসিক চাপের বৃদ্ধি, মাসিক চক্রে তারতম্য হয়।
![]() |
সাদা স্রাব বা লিউকোরিয়ার কারণ, প্রতিকার ও চিকিৎসা |
কারণঃ
সাদা স্রাব সাধারণত অন্যান্য অসুস্থতা দেখা দেয় । বিভিন্ন রুগে শারীরিক দুর্বলতার কারণে এটি বেশি দেখা দেয় । এর প্রধান কারণ গুলো হল - অপরিচ্ছন্নতা, ফাংগাল পরজীবী দ্বারা, ব্যাকটেরিয়া এবং যৌন রোগ ।এছাড়াও যেসব কারণে হয়ঃ
- কোষ্ঠ্যকাঠিন্য থাকলে
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে
- রক্তস্বল্পতা দেখা দিলে
- কৃমি সংক্রমন হলে
- মানসিক বিভিন্ন সমস্যা যথা- দুশ্চিন্তা, অশান্তি, অবসাদ এ ভোগলে।
- জরায়ুতে কোন ক্ষত হলে
- রজঃনিবৃতি কালে
- দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে
- জরায়ু নিচে নেমে আসলে
- Chronic PID (Pelvic inflammatory disease) থাকলে
- গনোরিয়া রোগ হলে ইত্যাদি।
প্রতিকারঃ
- সুতির অন্তর্বাস ব্যবহার
- যৌনমিলনে পরিচ্ছতা
- মিলনের আগে ও পরে ভালভাবে ধৌত করা
- জন্ম বিরতিকরণ পিল খাওয়ার আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেয়া
- শাক -সব্জি ও পুস্টিকর খাবার খাওয়া ।
- পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে কমপক্ষে ১০ থেকে ১২ গ্লাস।
- অবশ্যই ঠিকমত ঘুমাতে হবে।
- মানসিক দশ্চিন্তা এবং অবসাদ দূর করতে হবে।
- পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
- ব্যায়ামের দিকে নজর দিতে হবে।
রোগ নির্ণয় (Investigation):
ভাজাইনাল স্পেকুলাম দিয়ে যোনিপথ ও জরায়ুমুখ পরীক্ষা করতে হবে।লিউকোরিয়া বা সাদা স্রাবের কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট, গ্রাম স্টেইন এবং স্মেয়ার টেস্ট করতে হতে পারে।
চিকিৎসাঃ
সূনির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা লিউকোরিয়া বা শ্বেত বা সাদা স্রাব আরোগ্য হয় ।রবিন মার্ফির রেপার্টরির প্রথম গ্রেড বা সারির ঔষধ গুলি নিম্ন রুপঃ
এলুমিনা, আর্সেনিক এল্বা, আর্স আয়ড, ক্যাল্ক কার্ব, ক্যাল্ক সালফ, কস্টিকাম, জেলসেমিয়াম,গ্রাফাইটিস, আয়োডিনাম, ক্যালি আর্স, ক্যালি কার্ব, ক্রিয়োজোট, মেডোরিনাম, মার্ক সল, মিউরিটক এসিড, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম ফস, নাইট্রিক এসিড, প্লাটি্নাম, পালসেটিলা, সেপিয়া, সাইলিসিয়া, স্টেনাম, সালফ, থুজা।
সাদা স্রাব বা লিউকোরিয়ার কারণ, প্রতিকার ও চিকিৎসা |
This comment has been removed by the author.
আন্তরিক ধন্যবাদ @Delowar Jahan Imran. হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদেরকেই করতে হবে। আমাদের সবার ঐকান্তিক চেষ্টা থাকলে, অবশ্যই আমরা পারব। তাই আপনারসহ সকল হোমিও অনুরাগিদের একান্ত সহযোগিতা কামনা করছি...
Dr. Er Phone no dile amader jonno upokar hoto
আপনার গুগল প্লাস এ দেখুন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে।...@Md. Shoriful Islam
আমার ফোন নং- +8801911123471.
খুব সুন্দর লিখেছেন। পড়ে খুব ভালো লাগলো, এডমিন এর কাছে আবেনন, আমাদের যেন সব সময় এমন পোস্ট উপহার দেন। এমন পোস্ট সবার জনান দরকার, হয়তো দরকার হবে ছোট বোন, মা কিংবা স্থীর জন্য। আপনার জন্য শুভ কামনা থাকলো। আমার নিজেরও এর উপর একটা আর্টিকেল আছে চাইলে দেখতে পারেন। সাদা স্রাব
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
নাহিদা হেলথ কেয়ার সার্ভিসেস নিরলস ভাবে এসব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, এসব চিকিৎসার উন্নত চিকিত্সার বাবস্থপনা এবং ইনফরমেশন এর জন্য আজি যোগাযোগ করুন https://www.google.com/#q=nahida+health+care+services&*.
আপনাদের উন্নত চিকিৎসার ব্যাবস্তা এবং ইনফরমেশন এর জন্য এখনই যোগাযোগ করুন . কম খরচে বিদেশে চিকিৎসার এতো সুন্দর ইনফরমেশন এবং ব্যাবস্তা কোনো সংস্থা করতে
পারবে না.
ওপেন টাইম: 9:00AM - 5:00PM
Opened in June 2014
CONTACT INFO
Call 01711898858 and 029133910
Nahida Healthcare Services
Message Now
nhcsbd@gmail.com
http://www.nhcsbd.org/
MORE INFO
About
Nahida Healthcare services provide telemedicine facility and video conference with world renowned doctors, organize health camps etc. Office is located at Dhanmondi, Dhaka. We have no branches.
Products
Bangladesh Health Help Magazine
categories
Healthcare Administrator · Medical Company
STORY
Nahida Healthcare services provides different kinds of healthcare and health awareness related services to people of our country e.g. free health camps, seminars, free medical consultancy, store and forward and real time tele medicine service or video conference with renowned doctors of famous hospitals of home and abroad, set appointment with those doctors etc.
Are you looking for effective ways to shed some extra pounds and achieve your weight loss goals? If so, you're in the right place! In this post, we'll be sharing 10 tips that can help you lose weight and improve your health.