টাইফয়েড জ্বরে বাপ্টিসিয়া, ব্রায়োনিয়া এবং জেলসেমিয়ামের তুলনামূলক চিত্র নিম্নে আলোচনা করা হলোঃ
ক্রমিক নং |
বাপ্টিসিয়া |
ব্রায়োনিয়া |
জেলসেমিয়াম |
১ |
পেশীর টাটানি ব্যথা অধিক। দুর্বলতা
অল্প বিস্তর থাকে |
পেশীর টাটানি ব্যথা থাকে। দুর্বলতা
থাকে। |
পেশীর টাটানি ব্যথা থাকে। কিন্তু দুর্বলতা
খুব বেশি থাকে। |
২ |
মুখমন্ডলের আরক্তিমতা থাকে, তন্দ্রার
ভাব থাকে। |
ব্রায়োনিয়াতে কিছুই থাকে না। |
বিশেষ কিছু থাকে না। দাহ অনুভব থাকে।
|
৩ |
মস্তিস্কের ক্রিয়ার অধিকতর বিকৃতি হয়।
নেশাখোরের ন্যায় দেখায়। অত্যন্ত অস্থির মনে করে, তার সকল অঙ্গ-প্রতঙ্গ ছড়িয়ে আছে
এবং একত্রিত করার জন্য হাতড়াতে থাকে। বিছানা শক্ত বোধ করে। |
রোগী স্থিরভাবে পড়ে থাকে। |
অধিক হয় না। রোগী স্থিরভাবে পড়ে থাকে।
|
৪ |
উদরাময় থাকে। |
কোষ্ঠকাঠিন্য থাকে। |
বিশেষ কিছু থাকে না। |
৫ |
মল, মূত্র, ঘর্ম অর্থাৎ সব স্রাবই দুর্গন্ধযুক্ত।
|
স্রাবে কোনো দুর্গন্ধ থাকে না। |
মল, মূত্র, ঘর্মে কোন দুর্গন্ধ থাকে
না। |
৬ |
প্রলাপ কালে অঙ্গ-প্রত্যঙ্গ একত্রিত
করার জন্যে হাতড়াতে থাকে। |
প্রলাপ বকে। প্রলাপের বিষয় সাধারণতঃ
নিজের ব্যবসা বা কর্ম সম্পর্কিত হয়। |
বিড়বিড় করে। মস্তক খুব বড় বলে অনুভূত
হয়। |
৭ |
জিহ্বার মধ্যস্থলে লাল বা কালো রেখা
জেগে ওঠে। ধারগুলি লাল রঙ্গের থাকে। |
জিহ্বা শুস্ক, সাদা লেপাবৃত। জিভ, ঠোঁট
শুকিয়ে যায়। জল পিপাসা থাকে। |
জিহ্বা সামান্য লেপাবৃত। পিপাসা থাকেনা।
জিহ্বা বের করলে কাঁপে। |
৮ |
প্রস্রাবে খুব গন্ধ থাকে। পরিমাণ কখনও
প্রচুর হয়, কখনও স্বল্প হয়। |
প্রস্রাব স্বল্প। প্রস্রাবের রঙ অত্যন্ত
লাল দেখায়। |
প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। জলের মত
প্রস্রাব পরিস্কার। |
Post a Comment
Post a Comment