চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা।

চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা। যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে চুল পড়া সমস্যাও ততদিন ধরে আছে, এমনকি থাকবেও।

চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা।


যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে চুল পড়া সমস্যাও ততদিন ধরে আছে, এমনকি থাকবেও। অধিকাংশ ক্ষেত্রে, অনেক রোগে ভোগে,অপারেশনের পর চুল পড়তেই পারে। কিন্তু প্রতিদিন গড়ে ৫০ থেকে ১০০ টি চুলের বেশী পড়লে বা টাক হলেই চিন্তার বিষয়।

চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা
চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা


চুল পড়ার কারণঃ
  • বংশগত প্রবণতা - পারিবারিক ইতিহাস চুল পড়ার ঝুঁকি বৃদ্ধি করে।
  • অটোইমিউন রোগ - SLE, Vitiligo বা স্বেত রোগ ইত্যাদির মত কিছু অটোইমিউন রোগের সঙ্গে  চুল পড়ার সম্পর্ক আছে।
  • হরমোন জনিত রোগ - এছাড়াও হরমোনের ব্যাঘাতে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম মত রোগে এ অবস্থা হতে পারে।
  • চর্ম রোগ - সোরিয়াসিস, একজিমা চর্ম প্রদাহের কারনে সাধারণভাবে চুল পড়তে পারে।
  • উচ্চশক্তিসম্পন্ন বা তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে রোগের চিকিত্সা অথবা কেমোথেরাপি - ক্যান্সারের মত নির্দিষ্ট কিছু রোগে গুরুতর চুলের ক্ষতির কারণ হয়ে দাড়ায়।
  • পুষ্টির অভাব - পুষ্টির ঘাটতি যেমন লৌহ, ভিটামিন, দস্তার অভাবে চুল পড়ে।
  • অত্যধিক আঁচড়ানো - এ কারনেও মাথা থেকে চুল পড়ে যেতে পারে।
  • পোড়া - পোড়া চামড়ার যে কোন স্থানে চুলের ক্ষতি হয়।
  • রজঃনিবৃতি কাল - রজঃনিবৃতি কালে মহিলাদের চুল পড়া খুবই সাধারণ ব্যপার।
  • অন্যান্য কারণ - প্রধানত উচ্চ জ্বর, বড় সার্জারি, রক্তক্ষরণ, নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণ, অনাহার, রাসায়নিক পদার্থ, মূত্রাশয় কর্মহীনতা ইত্যাদি কারণে চুল পড়ে যেতে পারে।

চুল পড়ার প্রতিকারঃ

নিম্ন লিখিত খাবারগুলো নিয়মিত খেলে চুল পড়া কমতে পারে-
  • গাঢ় সবুজ শাক-সবজি খেতে হবে যাতে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-ই আছে যা natural conditionar হিসেবে কাজ করবে ।
  • শিমের বিচি, মটর শুটি, বরবটি ইত্যাদ যা প্রোটিনের ভালো উৎস। এছাড়াও আয়রণ, জিঙ্ক ও বায়োটিন আছে যা চুল ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে।
  • কাঠ বাদাম, কাজু বাদাম, আখরোটও natural conditionar এর কাজ করে।
  • খাবার তালিকায় প্রথম শ্রেণীর প্রোটিন যেমন-মুরগী, ডিম রাখতে হবে।
  • লাল চাল,লাল আটা খেতে হবে যাতে জিঙ্ক, আয়রণ ও ভিটামিন-বি পাওয়া যায়।
  • কম চর্বি যুক্ত দুধে ক্যালসিয়াম আছে, যা চুলের বৃদ্ধির জন্য অত্যাবশকীয় উপাদান।
  • গাজর ভিটামিন-এ এর ভাল উৎস যা প্রতিদিন সালাদ হিসেবে খাওয়া যায়।
  • তিসি চুলের জন্য ভীষণ উপকারী।
  • সূর্যমূখীর বীচি চুলকে মজবুত ও ঝলমলে করতে দারুন ভাবে কাজ করে।

পরীক্ষাগারে পরীক্ষাঃ

এটি প্রধানত বিস্তারিত মেডিকেল ইতিহাস, পুরো রক্ত ​​গণনা, সিরাম আয়রন, রেনাল ফাংশন পরীক্ষা, থাইরয়েড ফাংশন পরীক্ষা, লিভার ফাংশন পরীক্ষা, দূরবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা ইত্যাদির মাধ্যমে নির্ণয় করা সম্ভব।

চুল পড়ার হোমিওপ্যাথি চিকিৎসাঃ

ব্যক্তিস্বাতন্ত্র ও সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিত্সার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন ও রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। নিম্নলিখিত ঔষধগুলো চুল পড়ার হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক সহায়কঃ 

Thuja - সাদা আঁশযুক্ত খুশকি কারণে চুল পতনশীল।
Phosphorous - গুচ্ছাকারে চুলের পতন. এখানে -সেখানে চুল উঠে দাগ পড়ে যায়।
Acid Phos - বিষাদের কারণে চোখের ভ্রু থেকে, মাথা থেকে এবং যৌনাঙ্গ থেকে চুল পড়ে যেতে পারে।
Selenium - মাথার খুলি মসৃণ এবং কেশহীন রেখে পুরো মাথার চুল পড়ে যায়। ভ্রু থেকে চুল পড়ে এবং একটি অদ্ভুত চেহারা প্রদর্শিত হতে পারে।
Alumina - ব্যাপক হারে মাথার খুলির চুল পড়তে পারে।
Acid Fluor - সিফিলিসের কারণে চুল পড়ে। চুলগুলো শুষ্ক ও অনুজ্জ্বল হয়, ফেটে যায় এবং পরিশেষে ভেঙে যায়। চুল ছিন্ন বা এলোমেলো হয়ে দিপ্তিহীন বা সৌন্দর্যহীন হয়ে পড়ে।
Natrum Mur - গর্ভাবস্থায় চুলের পতন। দীর্ঘস্থায়ী মাথা ব্যাথা, ক্লান্তিকর সমস্যার কারণে চুল পাকে ও পরে চুল পড়ে যায়।

চুল পড়ার আরোও কিছু হোমিওপ্যাথি ওষুধ - 

Lachesis - গর্ভাবস্থায় চুলের পতন।
Borax - চুল রুক্ষ এবং ঝুঁটি বেঁধে যায় যা মসৃণভাবে আচঁড়ানো যায় না। এমনভাবে ঝুঁটি হয় শিং এর মত লাগে এবং যা গুচ্ছাকারে পড়ে।
Pulsatilla - এটি চুল পড়ার জন্য চমৎকার, যদি চুখে চুল আছে এমন অনুভুতি থাকে।
Nitric Acid - মাথার তালু থেকে অনেক চুল পড়ে এর সাথে ফুস্কুরিও থাকতে পারে। এটা সিফিলিস, স্নায়বিক মাথাব্যথা, শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। এতে মাথার খুলি খুব সংবেদনশীল থাকে।
Vinca Minor - মাথায় টাক দাগের সাথে ত্বকের চুলকানি ,আর্দ্রতা ও অনুজ্জল থাকে। মাথা চুলকাতেই হবে এমন লক্ষণ থাকবে।
Ammon Mur - চোখের ভ্রু থেকে চুলের পতন।
Rhus Tox - এতেও চুলের পতন আছে।।
Mercurius - সিফিলিসের কারণে চুলের পতন হবে।
Sulphur - খুব রুক্ষ চুলের সাথে যদি মাথার চুলকানি বিদ্যমান থাকে যা সমুদ্রের কাছে বাস করলে ভাল থাকে।
Sepia - মেনোপজ বা রজঃনিবৃতি কালে এবং গর্ভাবস্থায় চুলের পতন। মাথা ব্যাথার কারণে চুল পড়ে যায়। এদের দাম্পত্য জীবনে কোন বাসনা থাকেনা।
Medorrhinum - মাথার তালুর চুলকানির সঙ্গে চুলের পতন। সমুদ্রের দিকে বাস করলে ভাল থাকে।

চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা
চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা


COMMENTS

BLOGGER: 6
  1. Vaia apnar header kub valo laglo

  2. Nice blog and also posts. There are lots of information. Can you please tell me, will those tips will work for hair fall ???


    Regards,
    Gautam

    Make money online

  3. Welcome for your comment...@ Azizur rahman sumon

  4. Basically Homeopathy depends on Similia Similibus Curenter.
    Must need to totality of symptoms to select a proper medicine for cure. I give here only some indication about Homeopathic medicine...
    For get proper result you need to consult a graduate registered Homeopathic physician.

    Thanks for your comment.. @ Gautam Biswas

  5. Merkur Casino Review for 2021 | Pros and Cons + Pros
    Merkur Casino is a 다파벳 reputable online casino with more retro jordans shop than 1000 games. 1xbet korean This casino features over 1400 games 메리트 카지노 주소 including great air jordan 17 shoes Shipping Online classics like

Name

bhms-mbbs-bds,4,biographies-and-history,1,child-health,21,cured-cases,1,disease-of-blood,3,disease-of-bone,9,disease-of-circulatory-system,6,disease-of-eye,3,disease-of-git,12,disease-of-head,6,disease-of-heart,2,disease-of-hepatobiliary-system,5,disease-of-kidney,6,disease-of-liver,4,disease-of-lungs,1,disease-of-mouth,4,disease-of-nervous-system,6,disease-of-rectum,5,disease-of-respiratory-system,1,disease-of-skin,8,female-health,24,food-and-nutrition,18,homeopathic-tips-tricks,19,homeopathy-article,43,homeopathy-education,6,homeopathy-remedy,5,homeopathy-tips,21,information-about-education,12,joints-disease,7,male-health,15,materia-medica,3,mental-health,1,nose-ear-and-throat,6,other-disease,6,psychological-disorder,5,question-and-answere,2,seasonal-disease,4,sensation-method,4,sexual-disease,8,sexual-health,13,ssc-dakhil-equivalent,3,urinary-tract-disease,5,viral-disease,6,weight-gain,1,weight-loss,4,
ltr
item
Alpha Homeo Care । হোমিওপ্যাথি : চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা।
চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা।
চুল পড়ার কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা। যতদিন ধরে মানুষের অস্তিত্ব আছে চুল পড়া সমস্যাও ততদিন ধরে আছে, এমনকি থাকবেও।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrSNovUyjbKyj4HRSBhyLO6LQ7ihsb9RcnIGKxrMmtq7_IyhxtAweX9EKox5uu69o9LrPjaiZr_RY6y1d0DbWdnlrbx9fFt2G0URnQ5JmOhhsieZ_xzs5N0NBsIpst7opr2oLo8lTjDMXU/w637-h640/hair-falling-and-its-homeopathy-treatment.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrSNovUyjbKyj4HRSBhyLO6LQ7ihsb9RcnIGKxrMmtq7_IyhxtAweX9EKox5uu69o9LrPjaiZr_RY6y1d0DbWdnlrbx9fFt2G0URnQ5JmOhhsieZ_xzs5N0NBsIpst7opr2oLo8lTjDMXU/s72-w637-c-h640/hair-falling-and-its-homeopathy-treatment.jpg
Alpha Homeo Care । হোমিওপ্যাথি
https://www.alphahomeocare.com/2013/06/blog-post_26.html
https://www.alphahomeocare.com/
https://www.alphahomeocare.com/
https://www.alphahomeocare.com/2013/06/blog-post_26.html
true
3552234064905339184
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content